সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ২৯টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়। উপজেলার মোট ২৯টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পূজায় আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবকরাও প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ