জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় শহরের আজাদী ময়দান থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাঈদ আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন