ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা তাদের স্বপ্নকে তুলে ধরেছে নানান উপস্থাপনায়। স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার উদ্দেশ্যে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের গোবিন্দনগর এলাকার মাদার তেরেসা স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুদের স্বপ্নের মেলা’।
মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অফিসার জেমস ম্যানুয়েল বৈদ্য, মেডিকেল অফিসার শামীমা সরকার সাথী, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নরেশ মারান্ডী, ব্যবসায়ী ওমর ফারুক, ঠাকুরগাঁও ক্রিকেট কাউন্সিল বোর্ডের কোচ রকনুজ্জামান রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিন মেলা প্রাঙ্গণে শিশুদের স্বপ্নের বিভিন্ন উপস্থাপন দেখা যায়। শিক্ষার্থীরা তাদের পছন্দের পেশার প্রতিকৃতি, গল্প এবং ছবি দিয়ে স্বপ্নের কথা তুলে ধরেন। কেউ হতে চায় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক আবার কেউ খেলোয়াড় বা পাইলট। বিভিন্ন স্টলে এই স্বপ্নগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়, যা সকলকে অনুপ্রাণিত করেছে।
শিশুদের চিন্তা ও কল্পনাকে উজ্জীবিত করার লক্ষ্যেই এ ধরনের মেলার আয়োজন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা।
বিডি প্রতিদিন/জামশেদ