লক্ষ্মীপুরে মানুষের ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কার্যালয় নোয়াখালী সুবর্ণচর শাখা লক্ষ্মীপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে ফলিত পুষ্টি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটনের নোয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী।
প্রবন্ধ উপস্থাপনে সুষম ও বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাস তৈরি করে মেধাসম্পন্ন জাতি গড়তে পুষ্টিজনিত খাবার নিয়ে তথ্যবহুল আলোচনা করেন এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই