জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরম পূরণসহ অন্যান্য ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এর পূর্বে অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি পাঠান তারা। তাদের দাবি, ফি কমানো হলে ফরম ফিলাপ করবেন, নইলে করবেন না।
মানববন্ধনে অনার্স ও বিএড শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ইয়াছিন আরাফাত, সুবর্ণা চৌধুরী, জহিরুল ইসলাম, রাশেদ ইকবাল, আশিক ভূঁইয়া। তারা বলেন, গত ছয় মাস পূর্বে ফরম ফিলাপ ছিল ৪৫০০ টাকা, এখন ৭৮০০ টাকা। মৌখিক পরীক্ষার ফি আগে ছিল ৫০০ টাকা, বর্তমানে ৭০০ টাকা। আমরা ইনকোর্স পরীক্ষার ফি দিয়ে ভর্তি হয়েছি, কিন্তু নতুন করে ইনকোর্স পরীক্ষার ফি অতিরিক্ত সংযোজন করা হয়েছে ৬০০ টাকা। মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।
সুবর্ণা চৌধুরী নামে এক শিক্ষার্থী বলেন, সারাদেশে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে। যদি এ শিক্ষাবাণিজ্য বন্ধ না করা হয়, ফি যদি না কমানো হয়, আমরা ফরম পূরণ করব না। আমরা অনার্স-মাস্টার্স শেষ করে এখন বেকার। না পারি পরিবার থেকে টাকা নিতে, না আমাদের কোনো চাকরি আছে।
এ বিষয়ে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আক্তার জানান, ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীরা একটি আবেদন জমা দিয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/এএম