দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত জেলা সম্মেলনের পর সম্মেলনস্থল নিজেরাই পরিষ্কার করছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা স্কুল বড়মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের একদিন পর থেকেই দলটির নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে সম্মেলনের পরদিন দুপুর ১২টা থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামেন পরিচ্ছন্নতা কাজে। যা নজর কাড়ে স্থানীয়দের।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামরুজ্জামান কামু, ছাত্রদলের সভাপতি কায়েসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলটি জানিয়েছে, আগামী তিনদিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যাতে শহরের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকে।
বিডি প্রতিদিন/জামশেদ