আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা আরও জানান, সংঘর্ষের সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া গুলিবিদ্ধ ৮ জন হলেন-শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন মিয়া (২৫)।
বিষয়টি নিশ্চিত করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা আটজনের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ এবং দুইজন ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ও মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রদিদিন/এমআই