বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা গত পাঁচ দিন ধরে বিদ্যুতবিহীন হয়ে পড়েছে। গজারিয়া নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
স্থানীয়রা জানান, ২০০৪ সালে মুলাদী থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে অজ্ঞাত নৌযানের নোঙ্গরে ক্যাবল ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুত না থাকায় স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। যাত্রী পরিবহনের ব্যাটারিচালিত অটোরিক্স বন্ধ, মুরগীর খামার ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। যদিও সীমিতভাবে সোলার ও জেনারেটরের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া হলেও নেটওয়ার্ক সুবিধা বন্ধ।
মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মফিজুল ইসলাম জানান, শনিবার ডুবুরীর মাধ্যমে সাবমেরিন ক্যাবলের একটি অংশ খুঁজে পাওয়া গেছে। বাকি দুটি ক্যাবল এখনও পাওয়া যায়নি। আপাতত একটি ক্যাবল দিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক