গাইবান্ধায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান।
এ সময় জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার ও খামার ব্যবস্থাপক মোস্তফা কামালসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন উপজেলা পরিষদের পুকুরসহ ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও ১০টি উন্মুক্ত জলাশয়ে ৪৪৩ কেজি রুই, কাতলা, কালবাউসসহ দেশিও জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এএ