পাবনা শহরতলীর এক ভাড়াটিয়া পরিবারের চার সদস্যকে তুলে নিয়ে সঙ্গে থাকা মালামল লুটের অভিযোগ পাওয়া গেছে। পরে দুজনকে ছেড়ে দিলেও দুর্বৃত্তরা অপহরণ করে মা-মেয়েকে। শুক্রবার রাতে শহরের আরিফপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পাবনা সদর থানার ওসি আবদুস সালাম বলেন, ‘জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মা-মেয়েকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’