নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণ চেষ্টার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল। শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মো. ওয়াদুদ হোসেন শিহাব বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং মো. রাব্বানী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সঙ্গে ওয়াদুদ হোসেন শিহাব ও রাব্বানীর বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দিনগত রাত ৯টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয়। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নেওয়ার চেষ্টা করে তারা।
প্রাইভেটকারটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটির গতিরোধ করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও অপর দুইজনকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে দেওয়া হয়।
পরবর্তীতে তল্লাশিতে গাড়ি থেকে বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল