রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পূর্ব ঘোষণা ছাড়াই একটি গার্মেন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল নাবিস্কো পয়েন্টে ব্যস্ততম সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাখালী-মগবাজার সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা যায়, গতকাল সকাল ১০টায় ‘পশ’ নামে এক গার্মেন্ট শ্রমিকরা নাবিস্কো-তিব্বত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে মহাখালী থেকে তেজগাঁও এলাকার মগবাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে ২টার দিকে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে রাস্তা ছাড়েন শ্রমিকরা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, কোনো নোটিস ছাড়াই কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তাদের বোঝানোর পরেও রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানান। তাদের দাবি, নিয়মমাফিক দেনা-পাওনা শোধ করে তারপর কারখানা বন্ধ করতে হবে। নিজেদের দাবিতে অটল থাকায় তাদের তাৎক্ষণিকভাবে সড়ক থেকে সরানো যায়নি। পরে কারখানার মালিকসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে আগামীকাল (রবিবার) এ নিয়ে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হলে তারা সড়ক থেকে সরে কারখানার সামনে চলে যান।