যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে পদোন্নতি পেয়ে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন শরিফুল এম খান। নতুন পদে ২০ আগস্ট তাঁর অভিষেক হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স) ২১ আগস্ট উল্লেখ করেছেন, ‘পেন্টাগনে কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত ও গর্ববোধ করছি। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স, জেনারেল শন ব্রাটন তাঁকে শপথ পাঠ করান।’
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল পেন্টাগনে ‘গোল্ডেন ডোম অব আমেরিকা’র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৭ সালে মার্কিন এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে তাঁর রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা, উৎক্ষেপণ এবং ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা।