‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মৎস্য সপ্তাহের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকালে অফিসার্সক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন জেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, রাজবাড়ী মৎস্য সপ্তাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। সাতদিন ব্যাপী আয়োজনে জেলার মৎস্যচাষীদের সম্পৃক্ততা ছিল। রাজবাড়ী মৎস্যচাষীরা অনেক আন্তরিক। তাদের আন্তরিকতায় কারণেই এবছর সফল অনুষ্ঠান হয়েছে। জেলার প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য বিভাগ ভাল করছেন বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্থান থেকে আসা সঙ্গীতশিল্পী ও মৎস্যচাষীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম