পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একই রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাড়িসহ একই এলাকার আবুল হোসেন ও মহিউদ্দিনের বাড়িতে প্রায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। একই রাতে তিনটি বাড়িতে একই কায়দায় ডাকাতি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের সনাক্তের কাজ চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম