গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) দিবাগত রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের সীমানা উল্যা নদী ঘেসে হেলেঞ্চা গ্রাম থেকে এসব মাদক উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিজভী জানান. গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে অভিযান পরিচালনা করি এ সময় মাদক বিক্রিতা জড়িত আশরাফুল কে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘরের মেঝে খুড়ে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা ও গ্রেপ্তার আশরাফুলের পিতা আব্দুর রহমান পালিয়ে যায়।
ক্যাপ্টেন রিজভী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম