মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৭০ দিন পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী নাছিমা (৮)-র। এ নিয়ে হতাশ পরিবার শুক্রবার সকালে কালকিনি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
পরিবার জানায়, পৌর এলাকার কাশিমপুর গ্রামের নাসির মৃধার মেয়ে নাছিমা গত ১৪ জুন রাতে বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। এরপর ব্যাপক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাছিমার নানী আইমুন নেছা পরে কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি করেন। পুলিশ বেশ কয়েকদিন অভিযান চালালেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
সংবাদ সম্মেলনে নাছিমার নানা হারুন বেপারী অভিযোগ করে বলেন, “আমার নাতনি ৭০ দিন ধরে নিখোঁজ। প্রশাসন কোনো সন্ধান দিতে পারেনি। আমরা সরকারের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”
নানী আইমুন নেছা বলেন, “নাছিমাকে না পাওয়ায় আমাদের পরিবারে ঘুম-খাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে তার সন্ধান চাই।”
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, “নাছিমাকে উদ্ধারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।”
বিডি প্রতিদিন/আশিক