নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া তরুণের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। পাসপোর্ট আবেদনপত্র জমা দিতে গিয়ে তার কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আরিয়ানের সঙ্গে জমা দেওয়া নথিপত্রে নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিল, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের নকল পাওয়া গেছে, যা তিনি দালালের সহায়তায় সংগ্রহ করেছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, 'দালাল চক্রের সহায়তায় রোহিঙ্গা তরুণ বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।'
তিনি আরও জানান, পাসপোর্ট তৈরির পেছনে থাকা দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আরিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে জালিয়াত চক্রের বিস্তারিত তথ্য খুঁজে বের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা