বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক এবং গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিন ছোট মানিক এলাকার মো. দিদার (৩৪), আব্দুল মান্নাম ওরফে মুন্না (২৩), একই উপজেলার সোনাপুর ইন্দ্রনারায়নপুর এলাকার জিয়াউর রহমান (৩৫), বোরহানউদ্দিন উপজেলার লক্ষিপুর এলাকার সোহেল (২৮) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার জাফর
হোসেন (৪৫)।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, 'গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পারটেকুর এলাকায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতি হয়। ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ফ্রিজিয়ান জাতের ৮টি গরু ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে। ক্ষতির পরিমাণ প্রায় ২২ লাখ টাকা।'
প্রাথমিক তদন্ত শেষে মামলার দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের ওপর। এরপর প্রযুক্তি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযানে নামে ডিবি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, 'গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতার জিয়াউর রহমানের বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্র ও ডাকাতির অভিযোগ।'
বিডি প্রতিদিন/মুসা