রংপুরে তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তারা। শুক্রবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন রংপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মুসা। এ সময় তিনি বাঁধ মেরামতসহ জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানের তীব্র স্রোতের কারণে তিস্তা সেতুর রক্ষাবাঁধ ক্রমাগত ভাঙছে। এতে করে তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট যোগাযোগের পাকা সড়ক এবং চর শংকরদহ গ্রাম হুমকিতে রয়েছে। যেহেতু বাঁধটি এলজিইডি তৈরি করেছিল, তাই কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। তারা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার কথা জানিয়েছেন। শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করবে এলজিইডি।
গত এক সপ্তাহ ধরে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লক্ষীটারী তিস্তা সেতু রক্ষাবাঁধের ৬০ মিটার ব্লক ধসে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষনে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দূর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধসে যাওয়া স্থানে প্রায় ৭০ ফুট গর্ত তৈরী হয়েছে। প্রতিনিয়ত বøকগুলো একটু একটু করে নদীতে নেমে যাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল