১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারী কলেজ শাখার আয়োজনে সরকারী কলেজের ইংরেজি বিভাগের সভাকক্ষে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির সরকারী কলেজ শাখার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারী সেলিম ইসলাম।
ছাত্রশিবির সরকারী কলেজ শাখার সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবির শহর শাখার দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম।
বক্তারা ইসলামী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন, ভালো মানুষ হতে গেলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামী অনুশাসন মেনে চলতে আমরা সঠিক পথে চলতে পারি।
বিডি প্রতিদিন/হিমেল