মাদারীপুর সদর উপজেলার কাজিরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজের তিন দিন পর চার বছর বয়সী শিশু সুলায়মানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নদীতে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ।
জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়াঘাট এলাকায় বাবার সঙ্গে নদীর পাড়ে যায় সুলায়মান (৪)। সেখানে খেলার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে। নিখোঁজের পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে, সেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি।
সোমবার দুপুরে প্রায় ৬ কিলোমিটার দূরে কাজিরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদে সুলায়মানের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পুলিশের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করে।
সুলায়মানের বাবা সুমন বেপারী বলেন, আমার ছেলে নদীর ধারে খেলতে গিয়েছিল, আমি ভাবতেই পারিনি এভাবে হারিয়ে যাবে। আমার সবকিছু শেষ হয়ে গেল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ