রাশিয়ায় একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। সোমবার ভোরে দেশটির সুদূর পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এতে ১৩ জন নিহত হয়। আহত হয় আরও ২০ জন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে মনে হচ্ছে। বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তা থেকে উল্টে যায় এবং ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাত ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বাসটি একটি পুকুরের পাশে উল্টে গেছে এবং এর চাকাগুলো উপরের দিকে মুখ করে আছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এই প্ল্যান্টে কয়লা খনন এবং প্রক্রিয়াজাতকরণ করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার শোক ঘোষণা করেছে। সূত্র: মস্কো টাইমস
বিডি প্রতিদিন/একেএ