টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে শহরের পৌরউদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বন বিভাগ ও জেলা প্রশাসন এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন বৃক্ষসহ নানা ফলমূল, ফুল ও শাক-সবজির চারা নিয়ে ৫৭টি স্টল অংশ নেয়। সকাল থেকেই মেলায় বৃক্ষপ্রেমীরা ভিড় করছেন।
এর আগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জনসেবা চত্ত্বর ঘুরে শেষ হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মো. আব্দুল্ল্যাহ আল মামুন, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনসহ জেলা প্রশাসন ও বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল