ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্যা (৫৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যা আসামির জমিজমা বিক্রি করে ওই কিশোরীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়।
সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ওই প্রতিবন্ধী কিশোরীর সম্পর্কে চাচা হন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে ধর্ষণ করে নুরুদ্দিন মোল্যা। ওই সময়ে স্থানীয়রা নুরুদ্দিনকে হাতেনাতে আটক করে এবং অসুস্থ অবস্থায় কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। পরের দিন ধর্ষণের ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, প্রতিবন্ধী কিশোরীর সাথে তার বয়স্ক চাচা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যা সমাজের জন্য হুমকিস্বরুপ। রায়ে বাদি পক্ষ ন্যায়বিচার পেয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল