চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুরের ছেলে আমির হোসেন (৪৮) ও বাহাদুর হোসেন (২৫) এবং একই গ্রামের জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)।
আজ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আমির হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে পরিচালনা করে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকাসহ তিনজনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল