আল-হিলাল ছেড়ে যাওয়ার দুই মাস পর তাদের সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল নাসেরে যোগ দিলেন জর্জ জেসুস। ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানেদের নতুন কোচ এখন অভিজ্ঞ এই পর্তুগিজ।
৭০ বছর বয়সী জেসুসকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা সামাজিক মাধ্যমে জানায় আল নাসের।
দ্বিতীয়বার আল-হিলালের দায়িত্ব নিয়ে ২০২৩-২০২৪ মৌসুমে দলটিকে ঘরোয়া ট্রেবল জেতান জেসুস। কিন্তু গত মে মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বে সেমি-ফাইনালে সৌদি আরবের আরেক দল আল-আহলির কাছে হারের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।
বেশ সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার জেসুসের। ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবের্তাদোরেস জেতানো এই কোচ আল নাসেরে স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে গত মাসে দলটির দায়িত্ব ছাড়েন ইতালিয়ান কোচ স্তেফানো পিওলি। তার কোচিংয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হয় আল নাসের। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে আসর শেষ করে দলটি।
সম্প্রতি আল নাস্রের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী পর্তুগিজ মহাতারকা রোনালদো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ