কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে কক্সবাজারের কলাতলীর আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সাজ্জাদ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।
চকরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেন উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেফতারের পর সাজ্জাদকে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা অতর্কিত পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ