জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকদিন আগে আপনাদের ছেলেরা, মেয়েরা, ভাইয়েরা আমরা সকলে মিলে রাজপথে নেমে এসেছিলাম। ফ্যাসিস্ট সরকার ও তার লোকেরা আমাদের ভাইদের বোনদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। হত্যা করেছে অনেক ভাই ও বোনদের। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও ফ্যাসিস্টরা রয়েই গেছে। তাহলে আমরা মনে করি আমাদের লড়াই এখনও শেষ হয়নি। তিনি বলেন, সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব রয়েছে এখনো লড়াই শেষ হয় নাই, লড়াই চলমান রাখার জন্য, নতুন দেশ গঠনের নের জন্য আমরা আপনাদের আহবান জানাচ্ছি, একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পাটি। আপনারা এর সাথে থাকবেনতো? এই পার্টি গঠিত হয়েছে, যাতে বাংলাদেশের মানুষ না খেয়ে না থাকতে হয়, বোঝা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে এই দেশের সকল নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার ও দায়িত্ব বুঝে নিতে পারি।
বুধবার দুপুরের দিকে কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে পদযাত্রা করে বাসস্ট্যান্ড হয়ে জেলা শহরের শাপলা চত্ত্বরের সিংহের মুক্তিযুদ্ধ ফলকের সামনে এক পথসভায় এসব কথা বলেন।
এসময় পদযাত্রা ও পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিকেল ৫টার মধ্যেই পথসভা শেষ করে তারা কুড়িগ্রামের ফুলবাড়ি হয়ে লালমনিরহাট চলে যান।
বিডি প্রতিদিন/এএ