ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে আলিফ নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কুশনা ইউনিয়নের বহরমপুর গ্রামে এমর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটি বহরমপুর গ্রামের মন্টু রহমানের ছেলে।
নিহত শিশুর দাদা আবুল কাশেম জানিয়েছেন, বাড়ির সাথেই মামাভাগ্নে দোয়া নামের একটি জলাশয় রয়েছে। বাচ্চাটি বাড়িতে খেলছিল। খেলতে খেলতে সে কোন এক সময় পানিতে পড়ে যায়। তাকে বাড়ির উঠানে খেলতে না দেখে আশেপাশে খোঁজাখুজি করা হয়। পরে স্বজনরা দোয়ার পানিতে আলিফকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। সেসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার তানভীর জামান প্রতীক আলিফকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত মেডিকেল অফিসার আরো জানান, হাসপাতালের পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম