কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ এবং রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুদের ওপর যৌন হয়রানির প্রতিবাদে রংপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিক ও শিক্ষক শফিয়ার রহমান, শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, এবং আরও অনেকে।
বক্তারা মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুদের যৌন হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, ধর্মীয় উপাসনালয় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘মব ভায়োলেন্স’-কে জামিন অযোগ্য অপরাধ হিসেবে আইন প্রণয়নের দাবিও জানান।
বিডি প্রতিদিন/জামশেদ