মা ও শিশুদের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে হাসপাতালে এর উদ্বোধন করেন, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবার-পরিকল্পনা বিভাগীয় কার্যালয়েরপরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ সুলতান আহমেদ, ডাঃ সোহেল হাবীব, ডাঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ নাসির আহমেদ, ডাঃ আনম মোস্তফা কামাল মজুমদার, সহকারী পরিচালক শাহ মোঃ নুর প্রমুখ।
এ সময় পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমেদ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সাথে কথা বলেন এবংহাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/এএ