ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ঢাকাগামী একটি লঞ্চ থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
আটককৃতরা হলেন জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মো. রাফেজ (৪১) ও দৌলতখান উপজেলার দক্ষিণ জয় নগর ইউনিয়নের বাসিন্দা মো. মাকসুদুর রহমান।
এ বিষয়ে হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড ইলিশা স্টেশন কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংসসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ বিষয়ে ভোলা বন বিভাগের সদর রেঞ্চ কর্মকর্তা সুফল রায় জানান, আটক মো. রাফেজ ও মো. মাকসুদুর রহমানের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত