ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো – শবিদুল ইসলামের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আছিয়া খাতুন (১২), এবং খায়রুল ইমলামের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফিয়া খাতুন (৮)।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার আগে দুই বোন বাড়ির পাশের একটি নতুন খননকৃত পুকুরে গোসল করতে যায়। পুকুরের গভীর পানিতে নেমে তারা দুজনেই তলিয়ে যায়। এ সময় একে অপরকে জড়িয়ে ধরায় তারা আর উঠতে পারেনি। পরে পরিবারের লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই দুই স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/মুসা