ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কবরস্থানে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সোমবার বিকালে উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে স্থানীয় লোকজন গরু-ছাগল চড়াতে গেলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে এলাকার সকলে ছুটে যান কবরস্থানে।
স্থানীয়দের ধারণা রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের ৪ জনের কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাস্থল পরিদর্শনে এসে রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে।
এ নিয়ে গত তিন মাসে জেলার পাঁচটি করবস্থানে বেশ কয়েকজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলেন জানান স্থানীয়রা।
বিডি প্রতিদিন/হিমেল