‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে ভূমি মেলার উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ