ঠাকুরগাঁও জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্কাউটসের আয়োজনে জেলা প্রশাসকের মাল্টিপারপাস হলরুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ইশরাত ফারজানা।
এসময় দিনাজপুর অঞ্চল স্কাউটস এর কমিশনার আক্তারুজ্জামান সাবু, ঠাকুরগাঁও জেলা স্কাউটস'র সাধারণ সম্পদাক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশ স্কাউটস (দিনাজপুর-ঠাকুরগাঁও) অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, দিনাজপুর অঞ্চল স্কাউটস এর সহ সভাপতি মুহম্মিফ জালাল উদ্দীন, জেলা স্কাউটের সহকারী কমিশনার সাধারণ সম্পাদক স্বপন বক্তব্য দেন।
এছাড়াও ওয়ার্কশপে স্কাউটস এর বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা জেলায় স্কাউটস এর কার্যকলায় আরো বেগবান করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সাথে বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে আগামীতে স্কাউটিংয়ের আরো প্রসার দেবার কথাও বলেন।
বিডি প্রতিদিন/হিমেল