মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামের প্রবাস ফেরত খোকা ভূইয়ার (৩৫) বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে ঘটেছে। রবিবার (১১ মে) সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে। এতে ৪জন আহত হয়। আহতরা হলেন প্রবাস ফেরত খোকা ভূইয়া (৩৫), তার মা তাসবিয়ার বেগম (৭০), স্ত্রী নিলা আক্তার (২৫), সন্তান হাবীব (৭)।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় ৭টি থাই গ্লাস ভেঙ্গে ঘরে প্রবেশ করে মারধর করা হয়। পাইপগান ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলার ঘটনা ঘটে। প্রবাসী খোকা ভূইয়ার অভিযোগ একটি স্বর্ণের গলার চেইন, দেড় ভরি স্বর্ণ এবং নগদ দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এই সন্ত্রাসী গ্রুপ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আহত খোকা ভূইয়া বলেন, সকাল ৬টায় আমরা সকলে ঘুমের মধ্যে। এই সময় সানাই বেপারী (৩০) এর নেতৃত্বে সেলিম বেপারী (৫০), রমি বেপারী (৫০), হযরত আলী বেপারী (৬০), রানা বেপারী (১৮) ও অজ্ঞাত ৩জন মহিলা এই হামলায় অংশ নেয়। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, বডি, পাইপ গান ও দেশীয় কুড়াল নিয়ে হামলা করে।
খোকা ভূইয়া জানান, ৭ মে আমি বাড়িতে এসেছি। আমার বিল্ডিংয়ের সীমানা দিয়ে একটি বাথরুমের পাইপ উপর দিকে দিয়েছে। এই পাইপ দেয়াকে কেন্দ্র করে আমাকে, আমার মাকে, স্ত্রী ও সন্তানকে মারধর করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে আলমিরা থেকে স্বর্ণ ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। আমার গলায় থাকা একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় তারা। সকালে ৯৯৯ এ ফোন করে অভিযোগ করার পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টি তদন্ত করছে।
সানাই বেপারীসহ অভিযুক্ত ব্যক্তিদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয় সদর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল