কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে পুকুরের পানিতে ডুবে আজফার জিয়া ইরাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৫ ঘটিকার সময় কুতুবজোম ইউনিয়নের পূর্ব পাড়া ৮নং ওয়ার্ডে গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আজফার জিয়া (ইরাম)কুতুবজোম পূর্ব পাড়া গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে, মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কাইসার হামিদ পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলাকাবাসী ও অভিভাবক সুত্রে জানা গেছে, বাড়ির পার্শ্ববর্তী পুকুরে বন্ধুদের সাথে খেলতে যায়, একপর্যায়ে পুকুরে ডুবে য়ায়। শিশুটিকে ডুবে যেতে দেখে সহপাঠীরা পার্শ্ববর্তী এক মহিলা সহযোগিতায় ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। মহেশখালী উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম