কুষ্টিয়ার মজমপুর গেট এলাকা থেকে পাচারের সময় ৪০টি দেশি শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম। রবিবার (১১ মে) সন্ধ্যার পর মজমপুর জামে মসজিদের সামনে থেকে এসব পাখি উদ্ধার করা হয়।
জানা যায়, ভেড়ামারা উপজেলার নয় মাইল কাচারি এলাকার এক পাখি ব্যবসায়ী চঞ্চলের কাছ থেকে ২০০ টাকায় পাখিগুলো সংগ্রহ করেন সিএনজি চালক তারেক। তিনি শ্যামলী পরিবহনের মাধ্যমে পাখিগুলো পাচারের উদ্দেশ্যে শহরে নিয়ে আসেন। মজমপুর এলাকায় সিএনজিতে বিপুল পরিমাণ শালিক পাখি দেখে স্থানীয় এক ব্যবসায়ী পাভেল রহমান বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বিবিসিএফ কুষ্টিয়া টিম পাখিগুলো উদ্ধার করে এবং বন বিভাগকে অবহিত করে। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিগুলোসহ সিএনজি ও চালক তারেককে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যান। যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধার অভিযানে অংশ নেন বিবিসিএফ-এর সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল, বন বিভাগের মিলন ও সোনা সাত্তার।
বিবিসিএফ সূত্রে জানা গেছে, পাখিগুলোকে পরদিন দিনের বেলায় অবমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/মুসা