ইউরোপা লিগে দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে যেন একেবারেই ছন্দহীন। টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে নজরকাড়া পারফরম্যান্স করলেও, ঘরোয়া লিগে বারবার ব্যর্থতার মুখ দেখছে হুবেন আমুরিমের দল।
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারে ম্যানইউ। গোল দুটি করেন ওয়েস্ট হ্যামের তোমাশ সুচেক ও জ্যারড বোয়েন। এই হারে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি।
এই জয়ে ২০০৭ সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবার প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ জিতল ওয়েস্ট হ্যাম। তারা এখন ৩৬ ম্যাচে ১০ জয় ও ১০ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। সমান ম্যাচে ইউনাইটেডের জয় ১০টি, ড্র ৯টি—পয়েন্ট ৩৯। ফলে এক ধাপ নিচে নেমে গেল রেড ডেভিলসরা।
প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে জয়হীন ইউনাইটেড, যার মধ্যে হার ৫টি। এটাই তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম খারাপ সময়।
ঘরোয়া লিগে ভরাডুবি চললেও, ইউরোপা লিগে একেবারে অন্য রূপে ধরা দিচ্ছে ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালে লিওঁর বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে জয়, এরপর সেমিফাইনালে দুই লেগে আথলেতিক বিলবাওকে উড়িয়ে দেয় ব্রুনো ফের্নান্দেস ও গাসমুস হয়লুনদের দল।
এখন তারা ইউরোপা লিগের ফাইনালে। আগামী ২১ মে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইউরোপা শিরোপার জন্য লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডি প্রতিদিন/মুসা