নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ছে পুলিশ। আজ রবিবার (১১ মে) উপজেলার উব্দাখালি নদীর তীরে তাকে বস্ত্রবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
কলমাকান্দা ডাক বাংলোর বিপরীতে অজন্তা অটো রাইস মিলের পেছনে নদীর তীরে ওই ব্যক্তিকে দেখে পুলিশকে খবর দিলে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তবে সীমান্ত এলাকায় এমন ঘটনায় সাধারণের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে অজ্ঞাত হওয়ার কারণে মানুষের মাঝে কিছুটা আতঙ্কও বিরাজ করছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।
এদিকে নেত্রকোনা জেলার ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দুর্গাপুর কলমাকান্দা সীমান্তে আমাদের সতর্ক অবস্থান কঠোর রাখার জন্য নিজেও টহলে রয়েছি।
বিডি প্রতিদিন/জামশেদ