প্রিমিয়ার লিগে রবিবার এক রোমাঞ্চকর ম্যাচে লিভারপুল ও আর্সেনাল ২-২ গোল সমতা নিয়ে মাঠ ছাড়ে। অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে এগিয়ে যায় লিভারপুল, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
লিভারপুলের পক্ষে কোডি হাকপো ২০ মিনিটে প্রথম গোলটি করেন, পরের মিনিটেই লুইস দিয়াস ব্যবধান দ্বিগুণ করেন। তবে আর্সেনাল দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে। গাব্রিয়েল মার্তিনেল্লি ৪৭তম মিনিটে প্রথম গোলটি করেন এবং মিকেল মেরিনো ৭০ মিনিটে ম্যাচ সমতায় ফেরান।
এরপর ৭৯ মিনিটে আর্সেনালের মিকেল মেরিনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ১০ জন নিয়ে খেলে আর্সেনাল। যদিও যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসন আর্সেনালের জালে বল পাঠালেও, আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় গোল মেলেনি।
লিভারপুল ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে, তারা ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অপরদিকে, আর্সেনাল ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য তাদের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/মুসা