কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে হাদিস মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন। রবিবার বিকালে সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হাদিস মিয়া সাগুলি গ্রামের মাজু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগুলি গ্রামের হাদিস মিয়া বিকালে বাড়ির পেছন দিকের বেড়া মেরামতের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম