কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই সহোদর শিশু একদিন ধরে নিখোঁজ রয়েছে। রবিবার বিকেল পর্যন্ত তাদের জীবিত কিংবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে নদের পানি ওই দুই ভাই ডুবে যায়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে দ্বিতীয় দিনের মতো ব্রহ্মপুত্র নদে দিনভর খোঁজার কাজ অব্যাহত রাখলেও শেষ পর্যন্ত উদ্ধার করতে ব্যর্থ হন।
নিখোঁজ ইমরান হোসেন ও ইব্রাহিম আলী দুইজনই বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তাদের মা ইসমোতারার অন্যত্র বিয়ে হয়। পরে চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতেই থাকতে শুরু করে দুই ভাই। শনিবার বিকেল ৩টার দিকে তাদের সহপাঠী রাফি ইসলামসহ ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় রাফি দ্রুত নদের তীরে উঠে এলেও ওই দুই ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা নদে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হন। রবিবার সকাল পর্যন্ত তাদের দুই ভাইকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে কেউ সক্ষম না হওয়ায় পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দিনভর চেষ্টা করেও ব্যর্থ হয়।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, ডুবুরি দল, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ মিলে তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে। পরে বিকেলের দিকেও তাদের খুঁজে না পেলে ডুবুরি দল রংপুরে ফিরে চলে যায়।
বিডি প্রতিদিন/কেএ