ইনিংসের ষোড়শ ওভার শেষে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়লেন সংযুক্ত আরব আমিরাতের দুই ওপেনার। এরপর দলের বাকিরাও একই পথ অনুসরণ করলেন। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে রচিত হলো এক দলের ১০ জনের রিটায়ার্ড আউট হওয়ার ইতিহাস।
উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে শনিবার (১০ মে) দেখা গেছে এই দৃশ্য। বৃষ্টির শঙ্কা থাকায় কাতারের বিপক্ষে ১৬ ওভারে ১৯২ রান করার পর রিটায়ার্ড আউট হয়ে যান আরব আমিরাতের ১০ ব্যাটার! নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন ঘটনা দেখা গেল প্রথমবার।
ব্যাংককে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫১ বলে সেঞ্চুরি করেন ইশা ওঝা। ৫ ছক্কা ও ১৪ চারে ৫৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক। আরেক ওপেনার থিরথা সাতিশ ১১ চারে ৪২ বলে করে ৭৪ রান।
ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা ছিল। তাই ফলাফলের জন্য ১৬ ওভারের পর ইনিংস শেষ করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণা করার নিয়ম নেই। তাই আরব আমিরাতের প্রত্যেক ব্যাটারকে ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হয় এবং কোনো বলের মুখোমুখি না হয়েই রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়।
পরে কাতারকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিয়ে ১৬৩ রানের বিশাল জয় তুলে নেয় আরব আমিরাত। আরব আমিরাতের ইনিংসে শূন্য রানে রিটায়ার্ড আউট হন ৮ জন ব্যাটার। আর কাতারের ইনিংসে রানের খাতা খোলার আগে ফেরেন ৭ জন। মোট ১৫ জনের শূন্য রানে ফেরার ঘটনা মেয়েদের টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ।
কাতারকে হারিয়ে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আরব আমিরাত। তিন গ্রুপের প্রথম তিন দল ‘সুপার থ্রি’ রাউন্ডে লড়াই করবে। সেখান থেকে সেরা দুই দল আগামী বছরের বিশ্বকাপের টিকেট পাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ