অ্যাম্বার হার্ড মা দিবসে শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে যমজ সন্তানের আগমনের কথা ঘোষণা করেছেন।
আমেরিকান এই অভিনেত্রী জানান, তিনি কন্যা অ্যাগনেস এবং পুত্র ওশেনকে স্বাগত জানিয়েছেন। তার পরিবারের সম্পূর্ণতা তিনি উদযাপন করছেন। একই সঙ্গে উপভোগ করছেন অবর্ণনীয় আনন্দ।
৩৯ বছর বয়সী হার্ড ২০২১ সালে তার প্রথম কন্যা ওনাঘের জন্ম দেন। এবার তিন জোড়া পায়ের একটি ছবির নিচে হার্ড লিখেছেন, নিজের উর্বরতার চ্যালেঞ্জ সত্ত্বেও একা এবং নিজের শর্তে মা হওয়া আমার জীবনের সবচেয়ে বিনয়ী অভিজ্ঞতা।
অভিনেত্রী বলেন, তিনি দায়িত্বশীল এবং চিন্তাশীলভাবে মাতৃত্ব বেছে নিয়েছেন। এর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। তিনি তার পরিবারকে বছরের পর বছর ধরে গড়ে তোলার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
অ্যাম্বার হার্ড তার দ্য রাম ডায়েরি, ড্রাইভ অ্যাংরি, জম্বিল্যান্ড এবং অ্যাকোয়াম্যান চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি অভিনেতা জনি ডেপের সাথে বিবাহিত ছিলেন।
বিবাহ বিচ্ছেদের পর এই দম্পতি একে অপরের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ আনেন এবং দুইটি দীর্ঘ ও মানহানির মামলায় জড়িয়ে পড়েন।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/নাজমুল