কক্সবাজারের চকরিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাব। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম ফারুক বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা সূত্রে জানতে পেরে ২২ এপ্রিল বিকালে র্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি দল চকরিয়া উপজেলার খুটাখালি ইউনিয়নের গর্জনতলি এলাকায় অভিযান পরিচালনা করে সুলতান (৫৪) ও জাফর আলম (৩৩) নামে দু'জন জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় জাল নোট তৈরির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
সুলতান ওই এলাকার আবদুর রহমানের ছেলে। সুলতানের বিরুদ্ধে ইতোপূর্বে জাল নোট তৈরির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। জাফর আলম ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মীর আহমেদের ছেলে।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে এক হাজার টাকার জাল নোট আকারের কাগজ ২৭ বান্ডিল। প্রতি বান্ডিলে ১৮০ পিস করে, সাদা কসটেপ মোড়ানো ১৫টি প্যাকেট, যার প্রতিটির গায়ে মেড ইন জাপান সিল দেওয়া।
পাঁচশো টাকার জাল নোট আকারের কাগজ ৩৩ বান্ডিল। প্রতি বান্ডিলে ১৮০ পিস করে, সাদা কসটেপ মোড়ানো ৯টি প্যাকেট, যার প্রতিটির গায়ে মেড ইন জাপান সিল দেওয়া। জাল নোট তৈরির যন্ত্র ১ সেট ও ল্যামেন্টিং পেপার ৫০ পিসসহ অন্যান্য মামলাল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ১৯ এপ্রিল টেকনাফ সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে সাড়ে তিন লাখ টাকা জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত