চাকরি স্থায়ী করা এবং পদোন্নতির দাবিতে আন্দোলনে নেমেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কর্মচারী-কর্মকর্তারা। আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে ভোলা শহরের কালীবাড়ি রোডে সংস্থাটির উপ-পরিচালক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দাবি না মানা পর্যন্ত আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী সোহাগ ও কার্যকরী সভাপতি মোহাম্মদ মনির প্রমুখ।
আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। দীর্ঘদিন কাজ করলেও অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হচ্ছে না এবং স্থায়ী কর্মীদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন।
বিডি প্রতিদিন/এমআই