শরীয়তপুরের নড়িয়ায় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলার নড়িয়া উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল জানায়, এসএসসি পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানি করা হয়েছে বলে ২ শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দেয়। তাদের অভিযোগের প্রেক্ষিতে জুলহাস উদ্দিন নামে এক শিক্ষককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী মেজিস্টেট আমিনুল ইসলাম বুলবুল।
বিডি প্রতিদিন/এএম